আইসিসি বলেছে, ভারতের মাটিতে খেলতে বাংলাদেশ দলের কোনো বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর আগে নিরাপত্তার কারণে ভারতীয় মাটিতে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছিল বাংলাদেশ।

বিসিবির বুধবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আইসিসি টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত সকল বিষয় নিয়ে বিসিবির পরামর্শ ও মতামতকে গুরুত্বসহকারে বিবেচনা করবে। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের উদ্বেগ সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

বিবৃতিতে আরও স্পষ্ট করা হয়েছে, সম্প্রতি কিছু মিডিয়া রিপোর্টে বলা হয়েছিল আইসিসি বিসিবিকে সতর্কবার্তা দিয়েছে বা দলকে ভারত না গেলে পয়েন্ট হারানোর হুমকি দেওয়া হয়েছে। বিসিবি এই দাবিগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা হিসেবে খণ্ডন করেছে।

বিসিবি জানিয়েছে, তারা আইসিসি এবং টুর্নামেন্ট আয়োজকদের সঙ্গে সহযোগিতা ও পেশাদার সম্পর্ক বজায় রেখে আলোচনা চালিয়ে যাবে, যাতে নিরাপদ ও সফলভাবে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করা যায়। পাশাপাশি জাতীয় দলের নিরাপত্তা ও কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে থাকবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিসিবি ও আইসিসির মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, নিরাপত্তা কারণে বাংলাদেশকে বিদেশে ম্যাচ খেলার অনুমতি দেওয়া হবে না। তবে বিসিবি এই রিপোর্টকে মিথ্যা ও বিভ্রান্তিকর হিসেবে অভিহিত করেছে।

আরো