প্রবাসীদের জন্য সুখবর: প্রবাসীকল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরিয়াভিত্তিক ঋণ
বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে শিগগিরই শরিয়াভিত্তিক ঋণ কার্যক্রম চালু হতে যাচ্ছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে আসিফ নজরুল লেখেন, “প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই শরীয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম চালু হচ্ছে।” তিনি জানান, এ বিষয়ে তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলেছেন।
উপদেষ্টা আরও জানান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাস অনুযায়ী চলতি মাসের মধ্যেই শরিয়াভিত্তিক ঋণ কার্যক্রম চালু করা সম্ভব হবে।
এ উদ্যোগের পেছনে অনুপ্রেরণা দেওয়ার জন্য তিনি ইসলামিক চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, “এই পদক্ষেপ নিতে আমাদের উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। তাকে অনেক ধন্যবাদ।”
প্রবাসীদের দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী শরিয়াভিত্তিক ঋণ চালু হলে বিদেশে কর্মরত বাংলাদেশিদের আর্থিক সহায়তা ও কল্যাণ কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।