নতুন বছরে ডেঙ্গুতে প্রথম প্রাণহানি, একদিনে হাসপাতালে ৩৩

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন বছরের প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩ জন।

সোমবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ডেঙ্গু রোগী রাজশাহী বিভাগের বাসিন্দা।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬১০ জন।

সর্বশেষ হিসাবে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা জানান, মৌসুম শুরুর আগেই ডেঙ্গু সংক্রমণ দেখা দেওয়ায় এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং মশা নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদার করা প্রয়োজন।

আরো