ডেঙ্গুতে আরও তিনজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি শতাধিক

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৩৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১১২ জন রাজধানী ঢাকার এবং বাকিরা অন্যান্য এলাকার বাসিন্দা।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩৩ হাজার ৩০৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩১ হাজার ৬৩১ জন, আর মৃত্যুবরণ করেছেন ১৩০ জন।

বিশেষজ্ঞরা বলছেন, সারা বছর জুড়েই এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হলেই রোগের প্রকোপ বাড়ে। সংক্রমণ ঠেকাতে মশা নিয়ন্ত্রণে কার্যকর ওষুধ ব্যবহার এবং জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তারা।

এদিকে, কীটতত্ত্ববিদদের মতে, শুধু অভিযান ও সচেতনতা কার্যক্রম যথেষ্ট নয়। নিয়মিত জরিপ পরিচালনা ও দক্ষ জনবল দিয়ে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

উল্লেখযোগ্য যে, ২০২৩ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়ায়। ওই বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের

আরো