মানব পাচার রোধ ও নিরাপদ অভিবাসনে আইওএমের দেশব্যাপী ভিডিও প্রচারণা

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে এবং মানব পাচার প্রতিরোধ ও ভুক্তভোগীদের সুরক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কাইকাে)-এর অর্থায়ন ও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় আইওএম বাংলাদেশ মানব পাচারপ্রবণ অঞ্চল—ঢাকা, কক্সবাজার, যশোর ও সাতক্ষীরায় সচেতনতামূলক ভিডিও সেশন ও আলোচনা সভা আয়োজন করছে।
‘বাংলাদেশে মানব পাচার প্রতিরোধ’ শীর্ষক সমন্বিত প্রকল্পের আওতায় এসব জেলায় মোট ২৫০টি ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ ও কিশোর-কিশোরীদের মধ্যে অনিয়মিত অভিবাসন ও মানব পাচারের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নিরাপদ অভিবাসন বিষয়ে ইতিবাচক আচরণ উৎসাহিত করা হচ্ছে।
প্রতিটি অধিবেশনে অংশগ্রহণকারীরা শুধু তথ্যই পাচ্ছেন না, বরং নিরাপদ অভিবাসনের বার্তা প্রচার ও মানব পাচার প্রতিরোধে সম্মিলিত প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন। সেশনের শেষে সবাই একসাথে মানব পাচার প্রতিরোধে ঐক্যবদ্ধ অঙ্গীকার করছেন।
ভিডিও প্রচারণা স্থানীয় প্রশাসন, তৃণমূল সংগঠন ও সম্প্রদায়ের নেতৃবৃন্দের সমন্বয়ে পরিচালিত হচ্ছে, যাতে কার্যকর অংশগ্রহণ ও দীর্ঘস্থায়ী প্রভাব নিশ্চিত হয়।
মানব পাচার ও অনিয়মিত অভিবাসন এখনও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। এ উদ্যোগের মাধ্যমে আইওএম ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করে সঠিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করছে এবং পাচারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে কাজ করছে।