পাকিস্তান-আফগানিস্তান ভাতৃঘাতি যুদ্ধ বন্ধের আহ্বান খেলাফত মজলিসের

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণ ঘটাতে হবে। আন্দোলনরত শিক্ষকদের ন্যায্য দাবিসমূহ মেনে নেওয়ার জন্য শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সাম্প্রতিক পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাত ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, প্রতিবেশী মুসলিম দেশ দু’টিকে আরো সংযমের পরিচয় দিতে হবে। যুদ্ধ ও সংঘাতের মধ্য দিয়ে ভাতৃপ্রতিম দেশ দু’টির পারস্পরিক দ্বন্দ্বের সমাধান সম্ভব নয়। এই সংঘাতকে কেন্দ্র করে উপমহাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি হোক তা আমরা কেউ চাই না। এতে করে তৃতীয় পক্ষই লাভবান হবে। আমরা দেশ দু’টির নেতৃবৃন্দের প্রতি সামরিক নয়, কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি।

কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সম্প্রতি মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য সুস্থতা ও মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় খেলাফত মজলিস কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অর্থ সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কৃষি বিষয়ক সম্পাদক ড. মাহবুবুর রহমান, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, আলহাজ্ব নুর হোসেন, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাফেজ নুরুল হক, আবুল হোসেন, মাওলানা ফারুক আহমদ ভূইয়া, এডভোকেট রফিকুল ইসলাম, আমির আলী হাওলাদার প্রমুখ।

আরো