মিথ্যা মামলা ও পৈতৃক সম্পত্তি ফিরে পেতে বাগেরহাটে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি : মিথ্যা মামলা ও পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাটের কচুয়া উপজেলার চরসোনাকুড় গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল্লাহ আল মামুন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ২০১৯ সালে পিতা মারা যাওয়ার পর তার সৎ চাচা মো. রফিকুল ইসলাম খোকন ও তার স্ত্রী রেকসোনা বেগম পৈতৃক সম্পত্তি ফেরত চাওয়ায় তাকে ও তার পরিবারকে বিভিন্ন সময় নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেন। তাদের একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি জানান, রফিকুল ইসলাম খোকন ও রেকসোনা বেগমের বিরুদ্ধে ২০১৪ সালে মানবপাচার মামলায় সাজাভোগের ঘটনাও রয়েছে। রেকসোনা বেগমের চরিত্র নিয়ে নানা প্রশ্ন তুলেন তিনি।

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, তার সৎ চাচা ও চাচি জোরপূর্বক তাদের পৈতৃক সম্পত্তি দখল করে ভোগদখল করছেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা জমি ফেরত দেননি।

চলতি বছরের ৫ আগস্টের পর পুনরায় সম্পত্তি ফেরত চাওয়ার পরও প্রতিপক্ষ কোনো সমঝোতায় আসেননি, বরং নতুন করে হুমকি প্রদান করেন। এমনকি তাদের জমি থেকে জোরপূর্বক সুপারি ও নারিকেল তুলে নিয়ে যান, যার বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।

সংবাদ সম্মেলনের মাধ্যমে আব্দুল্লাহ আল মামুন প্রশাসনের কাছে প্রতিপক্ষের মিথ্যা মামলা, হয়রানি ও ষড়যন্ত্র থেকে মুক্তি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতা কামনা করেন।

আরো