দেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৮৫৭

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৫৭ জন রোগী ভর্তি হয়েছেন, আর একই সময়ে এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে।
সোমবার, ১৩ অক্টোবর, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে—ঢাকা বিভাগে ১৩৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৩৮ জন এবং দক্ষিণ সিটিতে ১৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশালে ১৬৩ জন, চট্টগ্রামে ৮৭ জন, খুলনায় ৬০ জন, ময়মনসিংহে ৩৯ জন, রাজশাহীতে ৭৬ জন, রংপুরে ৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৪১৬ জন। এর মধ্যে গত এক দিনে ৭৭৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে মোট সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৬১ জন।