পূর্ব জেরুজালেমে ৩ হাজারের বেশি নতুন সেটলার বাড়ি বানাচ্ছে ইসরায়েল
ইসরায়েল প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে ৩,৪০১টি নতুন হোম নির্মাণের পরিকল্পনা করেছে। ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে।
ফিলিস্তিনের ওয়াল অ্যান্ড সেটলমেন্ট কমিশন জানিয়েছে, এসব বাড়ি ই-ওয়ান এলাকায় নির্মাণ করা হবে। এই এলাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ইসরায়েলের মূল ভূখণ্ডকে পশ্চিম তীরের শহর মারে আদুমিমের সঙ্গে সংযুক্ত করে।
কমিশনের প্রধান মুআয়াদ শাবান বলেন, পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখলদারি কার্যক্রম আন্তর্জাতিক চাপের কারণে প্রায় ৩ দশক থমকে ছিল। তবে গাজা যুদ্ধের প্রভাব এবং ই-ওয়ান এলাকায় এই নতুন প্রকল্প ইসরায়েলের মন্ত্রিসভায় ২০২৫ সালের আগস্টে অনুমোদিত হয়েছিল।
১৯৪৮ সালের জাতিসংঘের ঘোষণায় বলা হয়েছিল, মধ্যপ্রাচ্যে দুটি স্বাধীন রাষ্ট্র হবে—ইসরায়েল ও ফিলিস্তিন। ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম, যা ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে দখল করে ইসরায়েল এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করছে।
মুআয়াদ শাবান বলেন, “নতুন বাড়ি নির্মাণ প্রকল্পের উদ্দেশ্য হলো ফিলিস্তিনি জনসংখ্যা বৃদ্ধি সীমিত করা এবং পূর্ব জেরুজালেমকে পশ্চিম জেরুজালেমের সঙ্গে সংযুক্ত করা।”
ওয়াল অ্যান্ড সেটলমেন্ট কমিশনের তথ্যানুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পশ্চিম তীরে ১০,০৯৮টি নতুন সেটলার বাড়ি নির্মাণের টেন্ডার পাস করেছে ইসরায়েল।