মোল্লাহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা

বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় মোল্লাহাট কেআর কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে নেতাকর্মীদের এক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা কেআর কলেজ থেকে শুরু হয়ে মোল্লাহাট বাজার ও মহাসড়ক ঘুরে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশিদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ওহিদুজ্জামান, উপজেলা বিএনপি নেতা এস এম শাহাজাহান, বাদশা শেখ, বীর মুক্তিযোদ্ধা শেখ টুকু মিয়া ও মেজবাহ সরদার সহ উপজেলা বিএনপি, সকল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক aনেতাকর্মী।

আরো