বাগেরহাটে স্বাস্থ্য সেবার মান উনোন্নয়ন শীর্ষ মতবিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধ : স্বাস্থ্য সেবার মান উনোন্নয়নেনা গরিক সমাজের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৭ সেপ্টেম্বর’) সকালে বাগেরহাট ফাউন্ডেশন-এ বাংলাদেশ হেলথ ওয়াচ-র সহযোগিতায় ও রূপান্তরের আয়োজনে “স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি মোঃ ইয়ামিন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ আলম ফারাজী। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট সরকারি বহুমূখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ফারাহানা আক্তার ও বাসাবাটি মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক জুই আক্তার। মতবিনিময় সভাটি সঞ্চালনা ছিলেন করেন BHW প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শিল্পী আক্তার। উক্ত অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়ক মোঃ নাইমুর রহমান, নারীনেত্রী, অপরাজিতা, এনজিও প্রতিনিধি, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা যুব ফোরাম সদস্যবৃন্দ।