বাগদান সারলেন কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার

জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার বাগদান সম্পন্ন করেছেন। তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সাবা সানজিদা রহমানকে, যিনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। সাবা ইংরেজি মাধ্যম থেকে শিক্ষাজীবন শেষ করে এখন সেনাবাহিনীর প্রকৌশল কোরে লেফটেন্যান্ট পদে দায়িত্ব পালন করছেন।

শনিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের বাগদানের খবরটি নিজেই নিশ্চিত করেন তানজীব। পোস্টে তিনি লেখেন, ‘সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সম্পন্ন করলাম।’ এরপর থেকেই শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন এই জনপ্রিয় শিল্পী।

তানজীব সারোয়ারের সঙ্গীতজীবনের সূচনা হয় ২০১১ সালে প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’ প্রকাশের মাধ্যমে। এরপর ২০১৪ সালে আসে তার দ্বিতীয় অ্যালবাম ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হয় তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী’।

এই অ্যালবামে পপ, রিদম অ্যান্ড ব্লুজ ও ফোক ফিউশন ধাঁচে মোট ছয়টি গান স্থান পায়, যার সবকটির গীত ও সুর করেছেন শিল্পী নিজেই। গানগুলোর সংগীতায়োজনে ছিলেন প্রত্যয় খান, সাজিদ সরকার, আনিক আহমেদ, বিবেক মজুমদার এবং তানজীব নিজে। বিশেষভাবে উল্লেখযোগ্য, ‘হৃদমোহিনী’ অ্যালবামের একটি গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।

এছাড়া ‘মিথ্যা শিখাইলি’ , ‘চলনায়’সহ অ্যালবামটির কয়েকটি গানের ভিডিও চিত্র ইউটিউবে প্রকাশ করা হয়।

আরো