ব্যাংক খাতে আর কোনো লুটপাট বরদাস্ত হবে না: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ব্যাংক খাতে আর কোনো লুটপাটের সংস্কৃতি ফিরতে দেওয়া হবে না। তিনি জানান, এই লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা অত্যাবশ্যক।

শনিবার (১০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে আন্তর্জাতিক ইসলামি ফাইন্যান্স ও ব্যাংকিং কনফারেন্সের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ব্যাংকিং ও অর্থনৈতিক প্রতিনিধি অংশ নেন।

গভর্নর বলেন, ইসলামি ব্যাংকগুলো সাধারণ ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতা করে আমানতকারীদের ভালো মুনাফা দিতে সক্ষম হয়েছে, তবে কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান সঠিক নিয়ন্ত্রণ না থাকায় বিপুল অর্থ লুটপাটের সুযোগ নিয়েছে। তিনি নিশ্চিত করেন, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই ঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে এবং নতুন ইসলামি ব্যাংকিং আইন প্রণয়নের কাজ চলছে।

শরিয়াহ বোর্ডের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বোর্ডকে শক্তিশালী ও সাহসী হতে হবে এবং সদস্যরা চাকরির ভয়ে শঙ্কিত হয়ে দায়িত্ব এড়িয়ে যাবেন না। এছাড়া, বেক্সিমকো সুকুক বন্ড বিক্রির কারণে ক্ষতিগ্রস্ত দেশের বন্ড বাজার পুনরুদ্ধারের জন্য সরকার নতুন ইসলামি সুকুক বন্ড বাজার চালু করার উদ্যোগ নিয়েছে।

গভর্নর বলেন, “বাংলাদেশে আর কোনো আর্থিক লুটতন্ত্র ফেরত আসতে দেওয়া হবে না। বিশ্বে ইসলামি ব্যাংকিং খাতকে উদাহরণ হিসেবে গড়ে তোলার জন্য সুশাসন, স্বচ্ছতা ও শক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

আরো