“নারী অংশগ্রহণে প্রতিশ্রুতি ভাঙল দলগুলো”

নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলো তাদের ঘোষিত ন্যূনতম ৫ শতাংশ মনোনয়নও বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেছে নারী রাজনৈতিক অধিকার ফোরাম। সংগঠনের বরাত দিয়ে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৫১টি দলের মধ্যে ৩০টির কোনো নারী প্রার্থী নেই।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের প্রতিনিধি শিল্পি ও নির্মাতা ঋতু সাত্তার। এতে ক্ষুব্ধ নারী সমাজ, গণসাক্ষরতা অভিযান, দুর্বার নেটওয়ার্ক ফাউন্ডেশন, নাগরিক কোয়ালিশন, নারী উদ্যোগ কেন্দ্র (নউক), নারী সংহতি, নারীপক্ষ, নারীর ডাকে রাজনীতি, ফেমিনিস্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ (ফ্যাব), বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও ভয়েস ফর রিফর্মসহ ১১টি সংগঠনের প্রতিনিধি অংশ নেন।

ঋতু সাত্তার বলেন, নারীরা রাজনৈতিক দল থেকে মনোনয়ন চেয়েছে, কিন্তু কোন দলই ৫ শতাংশ নারীর মনোনয়ন দিতে সক্ষম হয়নি। যৌথ নারী প্রার্থী রাখার সুযোগ থাকা সত্ত্বেও তা ব্যবহার করা হয়নি। তিনি অভিযোগ করেন, অনেক শক্তিশালী ও যোগ্য নারী নেতৃত্ব থাকা সত্ত্বেও তাদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় রাখা হয়নি।

ফোরামের নেতারা আরও বলেন, পুরুষতান্ত্রিক রাজনৈতিক কাঠামো, নিরাপত্তাহীনতা এবং দলীয় স্বার্থের কারণে অনেক যোগ্য নারী শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে অংশ নিতে পারেননি। তারা জানান, সংরক্ষিত আসন নারীদের জন্য সমাধান নয়, বরং নারীকে সরাসরি নির্বাচনে অংশ নিতে প্রণোদিত করা উচিত।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ৫৪ বছর পর এমন একটি নির্বাচনে নারীদের অংশগ্রহণ সবচেয়ে কম, যা শুধু নারীদের নয়, পুরো রাজনৈতিক ব্যবস্থার জন্য লজ্জাজনক। বক্তারা মনে করান, রাষ্ট্র পরিচালনাতেও নারীর ভূমিকা অপরিহার্য; পরিবারের বীজ সংরক্ষণের মতো রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণ দেশের জন্য অনিবার্য।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাকটিভিস্ট মাহরুখ মহিউদ্দীন, বহ্নি শিখার পরিচালক সামিনা ইয়াসমিন এবং ফোরামের নির্বাহী পরিষদের সদস্য সাদাফ সায।

আরো