আমি তার হতে চাই
এম, জামান

আমি তার হতে চাই,
যিনি আকাশ-পাতাল গড়ে তুলেছেন,
আমি তার হতে চাই,
যিনি হৃদয়ের অশান্তি প্রশান্তিতে বদলে দেন।
আমি তার হতে চাই,
যিনি অন্ধকারে আলো জ্বালান,
যিনি শূন্যতায় দেন আশা,
যিনি মুছে দেন সব দুঃখের ছায়া।
আমি তার হতে চাই,
যিনি আমাকে চেনেন অন্তরের গহীনে,
যিনি আমার নীরব অশ্রু জানেন,
আমার দোয়ার ফিসফিসানিও শুনেন।
আমি তার হতে চাই,
যিনি পথ হারালে পথ দেখান,
যিনি ভুল করলে ক্ষমা করেন,
যিনি ডেকে নেন অনন্ত মমতায়।
আমি তার হতে চাই,
যিনি শক্তি দেন ক্লান্ত হৃদয়ে,
যিনি ভালোবাসা দেন নিঃস্ব প্রাণে,
যিনি দয়া ছড়িয়ে দেন সীমাহীন আকাশে।
আমি তার হতে চাই,
আল্লাহ, শুধু তোমারই,
তুমি ছাড়া কারো কাছে নয়—
তুমি আমার রব, তুমি আমার আশ্রয়।
আমি তার হতে চাই,
শুধু তোমার ছায়ায় থাকতে চাই,
এই দুনিয়া ও আখিরাতে—
তোমারই বান্দা হয়ে বাঁচতে চাই।