“কোন মৃত্যুটা সবচেয়ে দামী”
এম,জামান

কোন মৃত্যুটা দামী জানো?
যে মৃত্যু হয় আল্লাহর পথে,
যেখানে রক্ত ঝরে যায়, তবু অমর হয়ে থাকে।
যেখানে কবর অন্ধকার নয়, আলোয় ভরে ওঠে,
যেখানে কান্না নয়—গৌরব, সম্মান, চিরস্থায়ী শান্তি থাকে।
সবচেয়ে দামী মৃত্যু সেই,
যেখানে মাটি নয়—আকাশ ডাকে,
যেখানে চোখ বুজলেই জান্নাতের দরজা খোলে,
যেখানে পৃথিবীর শোক হয় না কিছুই,
বরং স্বর্গীয় বেহেশতের ফুল ফোটে।
মৃত্যু সবাই পায়, কিন্তু দামী মৃত্যু কজনের?
যে মৃত্যু হয় সত্যের জন্য, অন্যায়ের বিরুদ্ধে,
মায়ের দোয়া আর সন্তানের গর্বের জন্য—
সে মৃত্যু দামী, সে মৃত্যু মহিমার।
তাই মৃত্যু ভয় নয়—
ভয় হলো মৃত্যু বৃথা যাওয়া,
সার্থক মৃত্যু মানেই অনন্ত জীবন,
এটাই তো সবচেয়ে দামি।