তুমি আমার হতে চাওনি

এম, জামান

তুমি আমার হতে চাওনি,
তবু আমি তোমার স্বপ্ন বুনেছি—
রাতের আকাশে তারার ঝিলিক গুনে গুনে,
তোমারই নাম বলেছি চুপিচুপি।

তুমি ফিরেও তাকাওনি,
তবু আমি অপেক্ষার দরজা খোলা রেখেছি—
ভেবেছি একদিন হয়তো আসবে,
আমার ভাঙা হৃদয়ের সুরে কান পাতবে।

তুমি না হয় ভালোবাসোনি,
তবু আমার ভালোবাসা থামেনি কখনো,
প্রতিটি নিশ্বাসে তোমার নাম,
প্রতিটি নীরবতায় তোমার ছায়া।

তুমি দূরে সরে গিয়েও রয়ে গেলে,
আমার বুকের গোপন ব্যথার ভিতর,
হয়তো তুমি জানো না—
ভালোবাসা কখনো হেরে যায় না,
সে শুধু নীরবে বেঁচে থাকে।

তুমি আমার হতে চাওনি,
কিন্তু আমি আজও তোমার—
আবেগের গভীর নদীতে ভাসি,
স্মৃতির বুকে আঁকড়ে ধরি তোমায়।

তুমি না হয় অন্য কারো সুখ হয়ে গেলে,
আমি তোমার অশ্রু হয়ে থাকতে চাই,
তুমি না হয় হাসিতে ভেসে গেলে,
আমি তোমার নিঃশব্দ কান্নার সাথী হবো।

আরো