তোর সুধায় মিশতে চাই

এম, জামান

তোর সুধায় মিশতে চাই,
যেন সকালের প্রথম সূর্যের আলো,
যে আলোয় ধরা দেয় নতুন দিনের প্রতিশ্রুতি,
আমি চাই তোর ভালবাসার ছায়ায়
চিরকাল বাঁচতে, চিরকাল হারিয়ে যেতে।

তোর সুধায় মিশতে চাই,
যেন রাতের নীরবতায় গলে যাওয়া সুর,
চাঁদের আলো যেমন সাগরে পড়ে ঝিলমিল তোলে,
তেমনি তোর চোখের গভীরতায় আমি হারিয়ে যাই,
আর খুঁজে পাই অদ্ভুত এক শান্তির ঠিকানা।

তোর সুধায় মিশতে চাই,
যেন শরতের শিউলি মাটির গায়ে ছড়িয়ে পড়ে,
সুগন্ধে ভরে যায় চারপাশ,
তোর স্পর্শে ভরে ওঠে আমার প্রাণ,
যেখানে নেই কোনো ভয়, নেই কোনো দূরত্ব।

তোর সুধায় মিশতে চাই,
যেন বর্ষার বৃষ্টি জানালায় ছন্দ তোলে,
আমার বুকের ভেতর তুমি লিখে যাও প্রেমের কবিতা,
যেখানে প্রতিটি শব্দ কেবল তোর নাম,
প্রতিটি ছন্দ কেবল তোর হাসির ঝংকার।

তোর সুধায় মিশতে চাই,
যেন আগুনে পুড়ে খাঁটি সোনা ঝলমল করে,
তোর ভালবাসা আমায় গড়ে তুলুক নতুন করে,
তুই আমার স্বপ্নের রাজকন্যা,
আমি তোর হাত ধরে হতে চাই রাজপথের রাজা।

তোর সুধায় মিশতে চাই,
যেন দু’টি প্রাণ মিলে এক সুরে বাজে,
তোর বুকের ভেতর আমি খুঁজে নেব চিরন্তন শান্তি,
আর তুই আমার বুকের ভেতর শুনবি
শুধুই তোর জন্য ধ্বনিত হৃদয়ের গান।

আরো