বিশেষ সতর্কীকরণ
মোহাম্মদ তাজুল ইসলাম

দু এক দিনের মধ্যে পূজা অনুষ্ঠিত হবে বিধায় হিন্দু ধর্মাবলম্বীদের পাঠা বলি দিতে হবে।
তাই শহর বন্দরে স্বল্প মুল্যে প্রচুর পরিমাণে ছাগলের মাথা বিক্রি হবে।
আর এই মাথা আহার করা সম্পূর্ণ হারাম। কারণ তা গায়রুল্লাহ এর নামে জবাই করা হবে। আর গায়রুল্লার নামে যা জবাই করা হয় সবই হারাম।
তাই পূজা চলাকালীন দিনগুলোতে এই সব ক্রয় করা থেকে বিরত থাকুন।
নতুবা বিশেষ প্রয়োজনে সতর্কতা অবলম্বন করুন।
(আপনার আশেপাশে এই তথ্য ছড়িয়ে দিয়ে সবাইকে সতর্ক করুন)