১৬ বছর পূর্তি উপলক্ষে গিয়াসউদ্দিন চক্ষু হাসপাতালের দোয়া মাহফিল

গিয়াসউদ্দিন চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টার ১৬ বছরে পদার্পন উপলক্ষে এবং স্থান পরিবর্তন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতি বছরের ন্যায় এ বছরও গত রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের পরিচালক হাফেজ মাওলানা মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর উপস্থিত অতিথিরা হাসপাতালের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা মো. গিয়াস উদ্দিন বলেন, গত ১৬ বছর ধরে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে হাজারো গরিব ও অসহায় চক্ষু রোগীর চোখের অপারেশন করে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন। পাশাপাশি দেশের বিভিন্ন গ্রাম-গঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের মাধ্যমে অসহায় ও দুঃস্থ রোগীদের সেবা দিয়ে আসছেন। তিনি আরও বলেন, সবার সহযোগিতা পেলে মৃত্যুর আগ পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ।

তিনি অতিথিদের কাছে দোয়া কামনা করে বলেন, যেন তিনি এই মহৎ দায়িত্ব সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে পালন করতে পারেন। ভবিষ্যতে অসহায় ও দুঃস্থ ছানি রোগীদের বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও আলোচনা সভা শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। অতিথিরা তাঁদের বক্তব্যে জানান, গিয়াসউদ্দিন চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের এই মানবিক ও মহৎ কার্যক্রমের সঙ্গে তারা অতীতেও ছিলেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন।

উল্লেখ্য, গিয়াসউদ্দিন চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারে প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগী দেখা হয় এবং স্বল্পমূল্যে চোখের যাবতীয় অপারেশনের সুব্যবস্থা রয়েছে।

আরো