নির্বাচন ও গণভোটেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম রাজনৈতিকভাবে সক্রিয় হচ্ছে, নতুন দল গঠন করছে এবং তাদের মধ্য থেকে অনেকেই নির্বাচনের মাধ্যমে নেতৃত্বে আসবে বলে তিনি আশাবাদী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং বিশ্বব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ ছাড়া বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানায়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ইউজিসি আরও জানায়, দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করাই এ সম্মেলনের মূল লক্ষ্য।