আজ হোক সফলতার দিন
এম,জামান

আজকের ভোর আসুক আলো ঝলমল করে,
আশার আলো ছড়াক চারপাশে ঘিরে।
জীবনের পথ হোক স্বপ্নে ভরা,
হৃদয়ে বাজুক প্রেরণার সুর ধরা।
পরিশ্রমের ঘাম আজ মুক্তো হয়ে ঝরে,
তৃপ্তি নিয়ে আসুক সাফল্যের দ্বারে।
সব দুঃখ মুছে যাক, ভয় হোক ক্ষীণ,
আজ হোক আমার জীবনের সফলতার দিন।
অধ্যবসায়ের সিঁড়ি বেয়ে উঠুক আশা,
দৃঢ় পদক্ষেপে কাটুক পথের ভাষা।
যে বাধা আসুক, থাকুক সাহসের জোর,
প্রতিটি মুহূর্ত হোক বিজয়ের ঘোর।
বিশ্বাসের ডানা মেলুক আকাশ পানে,
সাফল্যের ফুল ফুটুক অন্তরখানে।
যে স্বপ্নগুলো ছিল মনে গোপন,
আজ তারা হোক বাস্তবের ঘোষণা।
দোয়া করি প্রতিটি কাজে মিলুক বরকত,
হৃদয়ে থাকুক শান্তি, মুখে থাকুক স্মিত।
পরিশ্রম আর ধৈর্যে গড়ুক জীবনের বীণ,
আজ হোক আমার জীবনের সফলতার দিন।