আর কুয়াশা নয়, আলো চাই
এম, জামান

আর কুয়াশা নয়, আলো চাই,
অন্ধকারে নয়, জ্বলে উঠুক প্রভাতের জ্যোতি।
বাঁধা যতই আসুক সামনে, ভয় পাবো না আমি,
হাল ধরেছি জীবনের, পথ হবে স্বপ্নে ভাসা দ্বীপ।
হার মানলে তো শেষ, জয় তখন দূরস্বপ্ন হয়,
চেষ্টা যত অবিরাম, সাফল্য তখন হাতেরই কাছে।
ভাঙা মনেও জ্বালবো আমি আশার প্রদীপ নতুন,
আজ নয়, কাল নয় — জিতব আমি এই জীবন যুদ্ধে।
ঝড় যতই উঠুক, আমি হবো পাহাড় সমান,
বিপদে পিছু হটব না, রাখবো সাহসের শক্তি।
হৃদয়ের বিশ্বাস হবে আমার জয়ের পতাকা,
অন্ধকার যত ঘন হোক, আলো তো থাকে কাছে, দেখ না।
স্বপ্ন ভাঙলেও ভয় নাই, আবার গড়ব নতুন করে,
চেষ্টার ঘামে ভিজে উঠবে সোনালী ভোরের চরের ঘাস।
হতাশা নয়, দৃঢ়তা হবে আমার জীবনের পরিচয়,
আজ আমি নিজেকে বলি — হার মানা মানে নয় পরাজয়।
জীবনের প্রতিটি দুঃখ আমি করব জয়ের গান,
দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে চলব দূর অজানায় প্রাণ।
মেঘ যতই জমে আকাশে, সূর্য তো ঢাকে না চিরকাল,
আর কুয়াশা নয়, আলো চাই এটাই আমার জয়গান।