চেষ্টা হলো ভোরের আলো
এম, জামান

চেষ্টা হলো ভোরের আলো,
অন্ধকারে দেয় পথের খোঁজ,
অটল মন আর দৃঢ় আশা,
তাতেই গড়ে জীবনের রোজ।
চেষ্টা মানে হাল না ছাড়া,
বারবার পড়ে আবার ওঠা,
স্বপ্নগুলো ধরা দেয় তবেই,
যখন ধৈর্যে থাকি জোটানো।
চেষ্টা মানেই সাহসী হওয়া,
ঝড়–বৃষ্টিকে না ভয় পাওয়া,
পরিশ্রমে লেখা হয় তখন
সাফল্যের স্বর্ণের ছাওয়া।
তাই চল চেষ্টা করি অবিরাম,
লক্ষ্যের পথে থেমো না কখনো,
শেষে সফলতা আসবেই হাতে,
আলো ছড়াবে জীবনভর।